হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি চার দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় এ বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থেকে আগামী সোমবার পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ব্যাংক ক্লোজিং ও ব্যাংক হলিডে উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বন্দরের অভ্যন্তরে আটকে পড়া পণ্য খালসের জন্য আগামীকাল শনিবার আধাবেলা বন্দরের কার্যক্রম চলবে। বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আব্দুস সবুর জানান, এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :