মোবাইল ইন্টারনেট: রাতে বন্ধ সকালে চালু

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৩০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

নিজস্ব প্রতিবেদক

১০ ঘণ্টা বন্ধ রাখার পর আবার চালু করা হলো মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে সারা দেশে এই সেবা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেটি পুনরায় চালু হয় শুক্রবার সকাল আটটায়।

গতরাতে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হলেও ধীর গতির ইন্টারনেট টুজি সেবা চালু ছিল। স্বাভাবিক ছিল ব্রডব্যান্ড ইন্টারনেটও। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা সে সময় কোনো মন্তব্য করেননি।

একাদশ জাতীয় সংসদের ভোটকে সামনে রেখে বিভিন্ন ‘অপপ্রচার’ ঠেকাতে গত ১৩ ডিসেম্বর এক বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছিল পুলিশের গোয়েন্দা বিভাগ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে ওই বৈঠকে সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সব রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর গত ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের দিন বিকাল চারটার পর ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা জানান।

এদিকে এক নির্দেশনায় আজ শুক্রবার থেকে সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে। ফলে ব্যাংকের পাশাপাশি বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশ, শিওর ক্যাশের মতো সেবাগুলো বন্ধ থাকছে।

ঢাকা টাইমস/২৮ ডিসেম্বর/এএইচ