সদরপুরে আগুনে পুড়ল ১৩ দোকান

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজারে আগুনে ১৩টি দোকানঘর পুড়ে গেছে। এতে ওই দোকানগুলোর মুদি, মিষ্টি, কাপড়, পলিথিন, চাউল, কাঁচামাল, স্বর্ণসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে ফরিদপুরের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আওয়াল মুন্সী, চিত্ত বনিক, নরেশ সাহা, করিম মুন্সী, গোবিন্দ্র বনিক, পরান সাহা, রামকৃষ্ণ বনিক, আমিনুর মুন্সী, লক্ষন সাহা, দুলাল সাহা, গোবিন্দ্র সাহা, শংকর সাহা, বেলায়েত হোসেন।

ফরিদপুরের ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, বৃহস্পতিবার দিবগাত রাত ৩টার দিকে আগুন লাগে। ভোর ৫টার দিকে দোকানে আগুন দেখতে পায় বাজারের নৈশ প্রহরীরা। পরে মাইকিং করে খবর ছড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ওই সময় বাজারের আশেপাশের শত-শত লোকজন ছুটে আসে।

সদরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে সদরপুর, পরে ভাঙ্গা, ফরিদপুর এর অগ্নিনির্বাপক টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে যায়।

তিনি বলেন, আমাদের ৩টি ইউনিটের ৩০জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি আগুনে ১২টি দোকানে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পূরবী গোলদার ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :