যশোরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:১৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকেই যশোর-নড়াইল ও যশোর-মাগুরার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাতে দেখা যায় সেনা সদস্যদের।

সরোজমিনে দেখা গেছে, সেনাবাহিনীর ৩-ই বেঙ্গলের সদস্যরা সকাল থেকে যশোর শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এ সময় মনিহার নিউমার্কেট রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করেন। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালান। এছাড়া নড়াইল ও মাগুরার বিভিন্নস্থানে সেনাবাহিনীর ৩৭-বীর এর সদস্যরা বিভিন্নস্থানে তল্লাশি চালান।

সেনাবাহিনী থেকে এটিকে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তল্লাশি ও চেকপোস্ট বলা হচ্ছে।

৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ তারিখ থেকে সারাদেশে ২৫ হাজার সেনা মেতায়েন করা হয়েছে। প্রতি জেলায় এক ব্যাটালিয়ন অর্থাৎ ৪৪০জন সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।

আর ইভিএম ব্যবহারের ছয়টি কেন্দ্রে তিনজন করে সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :