ব্রাহ্মণবাড়িয়া-২: শ্বশুর-জামাতার লড়াইয়ের অবসান

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে অবশেষে শ্বশুরকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামাতা। এই আসনে জাতীয়পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন দলটির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন রেজাউল ইসলামের শ^শুর। তিনি বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান জিয়াউল হক মৃধা।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজাউল ইসলাম ভূঁইয়া সিংহ প্রতীকের জিয়াউল হক মৃধাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

এসময় রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘নির্বাচনে আমাকে জাতীয় পার্টি থেকে মহাজোট প্রার্থী করা হয়েছিল। এলাকার মানুষ আমাকে ব্যাপক সমর্থন দিয়েছিল। কিন্তু কিছু অপশক্তি মহাজোটের আসন্ন জয়কে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে চলেছে। সেই অপশক্তিকে ঠেকাতে হবে।

তিনি বলেন, পারিবারিকভাবে তার (জিয়াউল হক মৃধা) সাথে আমার কোন বিরোধ নেই, কিন্তু মনোনয়ন নিয়ে রাজনৈতিকভাবে কাল্পনিক বিরোধ হয়েছিল। গত ২০০৮ সালের নির্বাচনে তার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল। আমি ভেবে ছিলাম সে কারণে হলেও সরাইলের জনগণ আমাকে গ্রহণ করবে। কিন্তু তেমন হয়নি। স্থানীয় জনসমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে গেলাম।

শ্বশুর স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা বলেন, আমরা বুঝতে পেরেছি পানি কাটলে দুই ভাগ হয় না, রক্ত কাটলেও দুই ভাগ হয় না। এ চিন্তা করেই আমরা আজ মিলিত হয়েছি।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এলএ)