চট্টগ্রামে বাসচাপায় নিহত দুই

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস

চট্টগ্রামের আনোয়ারা একটি বাসের  চাপায়  সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। শনিবার  সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারার কেইপিজেড সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হচ্ছেন, আনোয়ারার দৌলতপুর এলাকার বাসিন্দা সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়া উপজেলার সাতঘর গ্রামের শামসুল হুদার ছেলে ইরফান (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারি  উপপরিদর্শক (এএসআই)  আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা টাইমসকে জানান, ‘কারখানার শ্রমিকদের নিয়ে কেইপিজেডে  ঢুকার সময় একটি বাসটি একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ দুইজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর মাহমুদ বলেন, ‘স্টাফদের আনা নেওয়ার একটি বাস শ্রমিকদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়েছেন। আরও প্রায় ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ’

ঢাকা টাইমস/২৯ডিসেম্বর/প্রতিবেদক/ওআর