ইউটিউবে এয়ারটেল বাযের দুই লাখ সাবস্ক্রাইবার

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৮, ১৩:১০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রথম টেলিকম চ্যানেল হিসেবে সিলভার প্লে বাটন অর্জন করা ইউটিউব চ্যানেল এয়ারটেল বায এখন দুই লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে। এটি দেশের বন্ধুদের #১ নম্বর নেটওয়ার্ক এয়ারটেল’র ইউটিউব চ্যানেল। 

মর্যাদাপূর্ণ এ অর্জনের জন্য দেশজুড়ে বিস্তৃত সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়েছে এয়ারটেল।

এয়ারটেল’র আঞ্চলিক গান, ভাইরাল ভাই গান ও ইয়োলো ফেস্ট’র মতো নানা বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে টিউবটি সমৃদ্ধ হওয়ায় বন্ধুরা এতে আকৃষ্ট হয়েছে বলে বিশ্বাস ব্র্যান্ডটির। 

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এজেড)