টাঙ্গাইল-৭: কে পরছেন বিজয়মালা

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫

জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে কে পরছেন বিজয়ের মালা। তা দেখতে অপেক্ষায় রয়েছেন মির্জাপুরবাসী। সারাদেশের মতো রবিবার এ আসনের ভোটররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

এ আসনে মির্জাপুর পৌরসভাসহ ১৪টি ইউনিয়ন রয়েছে। ভোটার রয়েছেন তিন লাখ ২২ হাজার ৭২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৯ হাজার ৮৭৮ জন, আর নারী ভোটার এক লাখ ৬২ হাজার ৭৯৫ জন।

এই আসনে পরপর তিনবারের নির্বাচিত এমপি আওয়ামী লীগের প্রার্থী একাব্বর হোসেন ও বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির, খেলাফত মজলিশের সৈয়দ মজিবর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহিনুর ইসলাম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) রুপা রায় চৌধুরী প্রার্থী হয়েছেন।

একাব্বর হোসেন এমপি বলেন, এলাকার মানুষ আ.লীগ সরকারের উন্নয়নের কথা বিবেচনায় তাকে ভোট দেবেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘আমি আশাবাদী। আমাকেসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলেও মানুষের ভালবাসা আমার প্রতি রয়েছে।’

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এলএ)