কাহালুতে কেন্দ্রের বাইরে আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪
প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলার নন্দীগ্রামে বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আজিজুল হক। এই ঘটনায় নাজমুল হক জুয়েল নামে আরো একজন আওয়ামী লীগ কর্মী আহত হন।

রবিবার সকাল সাড়ে ১১টায় কাহালু নন্দীগ্রামের বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিএনপির কর্মীরাই এই হত্যায় জড়িত বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আজিজুল নিহত হন। এ ঘটনায় দুই পক্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহতও হয়।

বিএনপির অভিযোগ, দুপুরের দিকে আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রে ঢুকে তাদের এজেন্টদের বের করে দেয়। সেই সঙ্গে ধানের শীষের ভোটারদের কক্ষে ঢুকতেও বাধা দেয়। এ সময় সংঘর্ষ বাঁধে।

তবে আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির কর্মীরা তাদের ওপর এই হামলা করেছেন অতর্কিত।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত-বিএনপির সমর্থকরা আওয়ামী লীগের কর্মী আজিজুল হক ও নাজমুল হককে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিবেদক/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :