ঠাকুরগাঁও-২: ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:১০

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিমের ধানের শীষ প্রতীকের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার নিজ বাসবভনে সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে তার স্ত্রী জাকিয়া জাবীন এ ঘোষণা দেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট এবং ভোটারদের যেতে বাধা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। প্রিসাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেও তারা কোন ফল পাওয়া যাচ্ছে না। এজন্য তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থেকে সরে আসতে বলেছেন।’ তিনি পুনরায় ভোট গ্রহণের দাবিও জানান।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মাসুদুর রহমান মাসুদ বলেন, ভোট বর্জনের কথা আমি জানি না।

রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে. এম কামরুজ্জামান সেলিম বলেন,  প্রার্থীদের অভিযোগ পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রদান করা হচ্ছে সব প্রার্থীকে। আমাদের পক্ষ থেকে কোন সহযোগিতার ঘাটতি নেই।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)