কুমিল্লা-৫: বিএনপি প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট বর্জন করেছেন কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস।

রবিবার দুপুরে তার বুড়িচংয়ের গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা রাত থেকে ১২৮টি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় জাল ভোট দেয়া হয়। রাতেই ৭০ভাগ ভোট কাস্ট করা হয়। সকালে কেন্দ্র দখল করে বাকি ভোট দেয়া হয়। হরিণমঙ্গল স্কুল কেন্দ্রে সকাল ৯টায় ব্যালট পেপার শেষ হয়ে যায়। তার বাড়ির পাশের কণ্ঠনগর কেন্দ্রটিও দখল করা হয়।

এ ব্যাপারে জানাতে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপার কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেয়ার কথা বললেও তার কোনো প্রতিকার হয়নি।

এসব ঘটনার প্রতিবাদে তিনি ভোট বর্জন করেন। তিনি এই আসনে সুষ্ঠুভাবে পুনর্নির্বাচনের দাবি করেন।

সংবাদ সম্মেলনে তার ছেলে ড.নাজমুল হাসান শাহীন, বিএনপি নেতা হাজী মাজেদুল ইসলাম ও সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/ইএস