গোপালগঞ্জ-৩: বিপুল ভোটে জয় পেলেন শেখ হাসিনা

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এই আসনের ১০৮টি কেন্দ্রের ফলাফলে শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস,এম জিলানী ধানের শীষ পেয়েছেন ১২৩ ভোট।

গোপালগঞ্জ জেলা রিটার্র্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, এই আসনে ২ লাখ ৪৬ হাজার ৬৮৫ ভোটের মধ্যে ভোট পড়ে ২ লাখ ৩০ হাজার ১৪১ ভোট। এর মধ্যে বাতিল হয়েছে ৩৯৪ ভোট। যা কাস্টিং ভোটের ৯৯ দশমিক ৭৪ শতাংশ।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এলএ)