ফরিদপুরে বিপুল ভোটে জয়ী ইঞ্জিনিয়ার মোশাররফ

ফরিদপুর প্রতিনিধি
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৫

ফরিদপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দুই লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার ৫০০ ভোট।

রবিবার দিনব্যাপী শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর রাতে এ ফল ঘোষণা করা হয়। ফরিদপুরের চারটি সংসদীয় আসনে ১৪ লাখ ২০ হাজার ৬৭২ জন ভোটারের মধ্যে ৮৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন, ‘জেলার চারটি সংসদীয় আসনে বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটারা নির্বিঘেœ তাদের ভোট প্রয়োগ করেছেন।’

ফরিদপুরের বাকি তিন আসনের মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তবে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী নিক্সন চৌধুরী।

বাকি তিন আসনের চিত্র

ফরিদপুর-১ আসনে ১৯৪ কেন্দ্রে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মনজুর হোসেন। তিনি পেয়েছেন ৩০৫৪৯১ এবং নিকটতম প্রার্থী বিএনপির শাহ মো. আবু জাফর। তিনি পেয়েছেন ২৭,০৭৯ ভোট।

ফরিদপুর-২ আসনে ১২৩টি কেন্দ্রে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি পেয়েছেন ২,১৯২০৯ ভোট। আর নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তিনি পেয়েছেন ১৪,৮৮৫ ভোট। ফরিদপুর-৪ আসনে ১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি পেয়েছেন ১,৩১৬৫৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ তিনি পেয়েছেন ৭৬,২৪৬ ভোট।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :