বাগেরহাটের চারটি আসনেই আ.লীগ জয়ী

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০১৮, ০০:৫৭

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনেই বেসরকারি ফলাফলে আ.লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।

রবিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস।

প্রাপ্ত ফলে দেখা যায়, বাগেরহাট-১ (ফকিরহাট-চিতলমারি-মোল্লাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীন নৌকা প্রতীকে দুই লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি নেতা মো. শেখ মাছুদ রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৮৫ ভোট।

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে আওয়ামী লীগের শেখ সারহান নাসের তন্ময় দুই লাখ ২১ হাজার ২১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম পেয়েছেন চার  হাজার ৫৯৭ ভোট।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার নৌকা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৭৯৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭৫ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মজিদ হাওলাদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।

ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/ইএস