দুলুর জামিনের আবেদন নামঞ্জুর

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮

নাশকতার একটি মামলায় কারাগারে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শেরেবাংলা নগর থানার ওই মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আমিনুল ইসলামের আদালত সোমবার এ আদেশ দেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন। তিনি জানান, তারা এ আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে যাবেন।

গত ১২ ডিসেম্বর গুলশানের বাসা থেকে দুলুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানার চার্জশিট হওয়া ওই মামলায় সিএমএম আদালতে হাজির করা হয়। ওইদিন আসামিপক্ষে জামিনের আবেদন থাকলেও আদালত ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। ওইদিন ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়ার আদালত ৩১ ডিসেম্বর অধিকতর জামিন শুনানির দিন ধার্য করেন।

দুলুর কারাগারে থাকার মামলাটি ২০১৫ সালের ২৫ জানুয়ারি দায়ের করা হয়। মামলায় একই বছরের ২৪ জানুয়ারি শেরেবাংলা নগর থানার শিশুপল্লীর সামনের রাস্তায় বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগ করা হয়। তদন্তের পর প্রথম দফায় ২০১৬ সালের ১ আগস্ট ২৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দ-বিধি আইনে পৃথক দুটি চার্জশিট আদালতে দাখিল হয়। পরে একই বছরের ৩১ ডিসেম্বর দুটি সম্পূরক চার্জশিট দেওয়া হয়। উভয় চার্জশিটে দুলুর নাম ছিল। চার্জশিট দাখিলের পর দুলু হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পান। পরে হ্ইাকোর্টের নির্দেশ অনুসারে সিএমএম আদালতে আত্মসমর্পণ না করায় গত ২৩ জুলাই জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ওই আদালত।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/জেডআর/এআর)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :