বিজয়ী নাবিলকে অভিনন্দন জানাতে অমিতের অপারগতা

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০১৮, ২১:১১

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনে ভোটে পরাজিত সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘২০১৪ সালে বিএনপির নির্বাচন বয়কট যে ঠিক ছিল, তা প্রমাণিত হয়েছে রবিবারের ভোটে।’ 

তিনি বলেন, ‘এখন সারাদেশের মানুষ দেখেছেন দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’

ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অমিত। সোমবার দুপুরে শহরের ঘোপ এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনটি হয়।
এতে অমিত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার সামনে ঘটে যাওয়া কিছু চিত্র তুলে ধরেন। বলেন, ‘এর বাইরেও শত অনিয়ম, জালিয়াতি হয়েছে; যা প্রত্যক্ষ করেছেন সংবাদকর্মীসহ সাধারণ মানুষ।’

তিনি বলেন, ‘আমি দুঃখিত যে, বিজয়ী কাজী নাবিল আহমেদকে অভিনন্দন জানাতে পারছি না। কারণ তার জয়ে জনগণের কোনো ভূমিকা নেই। ভূমিকা আছে দলীয় সন্ত্রাসী ও পুলিশের। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে এবং সেই নির্বাচনে জয়ী হলে কাজী নাবিলকে অভিনন্দন জানাতাম।’

অমিত বলেন, ‘সারাদিনের কর্মকাণ্ড শেষে মানুষ আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারা দেখে। এখন কাজী নাবিল কীভাবে আয়নার সামনে দাঁড়াবেন?’

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)