ফরিদপুরে কবি জসীম উদ্দীনের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ১৪:৪৬

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহর তলীর অম্বিকাপুরে কবির মাজারে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন খান। এছাড়া আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জাকির হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের ফরিদপুরের উপ-পরিচালক এরাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুবাশ্বের হোসেন, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ প্রমুখ।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :