পকেটে পুড়ল আইফোন

প্রকাশ | ০১ জানুয়ারি ২০১৯, ১৬:০০

ঢাকা টাইমস ডেস্ক, ঢাকাটাইমস

সপ্তাহ তিনেক আগে আইফোন এক্সএস ম্যাক্স কিনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর এক ব্যক্তি। সম্প্রতি এই ব্যক্তির পকেটের মধ্যেই নতুন আইফোনে আগুন ধরে পুড়ে যায়। বিষয়টি নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে নতুন তাকে নতুন ফোন দেবে আশ্বস্ত করেছে। যদিও এতে খুশি হন পুড়ে যাওয়া আইফোনের মালিক। তিনি আইনি পথে হাঁটার কথা ভাবছেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল তিনটি নতুন আইফোন। এগুলো ছিল আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর।

‘আই ড্রপ নিউজ’ নামের একটি টেক পোর্টাল প্রতিবেদনে জানিয়েছে, জে হিলার্ড নামের এক ব্যক্তির আইফোনে দুর্ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর মধ্যাহ্নভোজের বিরতির সময় পকেটের মধ্যে ফোনে উষ্ণতা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি কিছু পোড়ার অনুভূতি টের পান। এরই মধ্যে পকেটে থাকা আইফোন এক্সএস ম্যাক্স থেকে সবুজ ও হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। এর পরে এক সহকর্মী অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এর পরে হিলার্ডের প্যান্টে ফুটো হয়ে যায় ও ত্বকে জ্বালা করতে শুরু করে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এজেড)