জাবির নতুন প্রক্টর ফিরোজ- উল- হাসান

প্রকাশ | ০১ জানুয়ারি ২০১৯, ১৭:২৩

জাবি প্রতিবেদক, ঢাকাটাইমস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ স ম ফিরোজ-উল-হাসানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ^বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান প্রক্টর সিকদার মো. জুলকারনাইন উচ্চ শিক্ষাগ্রহণের জন্য দেশের বাইরে গেছেন। তাই তার স্থলাভিষিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফিরোজ-উল-হাসান দায়িত্ব পালন করবেন।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নতুন প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাস বেড়েছে। বিশেষ করে ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় এসবের বিরুদ্ধে আমরা কঠোর হব। সেইসাথে সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করব।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এলএ)