ঠাকুরগাঁওয়ে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিবেদক
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ১৮:২৯
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নির্যাতনে মিজারুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার তার মরদেহ নাগর নদীর পশ্চিম পাড় সীমান্তের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত মিজারুল হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আলী হোসেনের ছেলে।

হরিপুরের গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, ‘মিজারুল সোমবার রাতে ভারতীয় গরু আনতে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিএসএফ তাকে আটক করে। পরে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার পর মরদেহ বাংলাদেশ সীমান্তে ফেলে দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে এটা বর্ডার কিলিং নয় বলে দাবি করেছেন ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ।

ঢাকা টাইমস/০১ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :