ফেনীতে গণপিটুনিতে ডাকাত নিহত

ফেনী প্রতিবেদক
 | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোহাডুয়া গ্রামে সোমবার রাতে এলাকাবাসীর গণপিটুনীতে আল আমিন ওরফে মহব্বত নামে এক ডাকাত নিহত হয়েছেন।

নিহত আল আমিন চাঁদপুর জেলার মতলব থানার মৃত শফিকুর রহমানের ছেলে।

এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোহাডুৃয়া গ্রামে আফসার উদ্দিন ভূঞার বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল ঢোকে। বাড়ির লোকজন বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদের ধাওয়ায় দৌঁড়ে পালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় আল আমিন। পরে এলাকাবাসী বেদড়ক পিটুনি দিলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল আমিনের মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদুল ইসলাম জানান, ‘নিহত আল-আমিন ডাকাত দলের সদস্য। তারা ৬-৭ জনের একটি দল শহরের কদলগাজী রোড, বিরিঞ্চি ও রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে অনেকদিন ধরে ডাকাতি করে আসছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঢাকা টাইমস/০১ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :