পরিবহন সেক্টরকে চাঁদামুক্ত ঘোষণা সাংসদ ধনুর

প্রকাশ | ০১ জানুয়ারি ২০১৯, ১৯:২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক, ঢাকাটাইমস

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাস, ট্রাক, মাইক্রো, প্রাইভেটকার, লেগুনা, অটো-টেম্পোসহ সব ধরনের পরিবহন সেক্টরকে চাঁদামুক্ত ঘোষণা করেছেন সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। তিনি এবার ময়মনসিংহ-১১ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।  

মঙ্গলবার দুপুরে ভালুকায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধ চত্বরে এক পথসভায় সাংসদ এই ঘোষণা দেন। পরিবহন সেক্টরের নেতা, মালিক ও শ্রমিকরা এই পথসভার আয়োজন করেন।

চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ বলেন, ‘ভালুকায় পরিবহন সেক্টরের নাম করে কেউ কোনো চাঁদা দাবি করলে সরাসরি আমাকে জানাবেন। আমি তা কঠোরহস্তে দমন করবো। ভালুকায় কোনো চাঁদাবাজি চলবে না। আমার প্রাণের এই উপজেলা হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত জনপদ।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার প্রমুখ।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/জেবি)