এক বছরে রাজশাহীতে ২৪ নারী-শিশুকে হত্যা

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১২:০৯

গেল বছর রাজশাহীতে ২৪ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন কমিউনিটি ডেলেলপমেন্ট-এসিডি ও লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার-লফস।

তাদের মতে ২০১৮ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৩৩ জন। জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে আরও ৩৯৯টি।

সংস্থা দুটি জানায়, তারা স্থানীয় ও জাতীয় সংবাদপত্র এবং নিজস্ব জরিপের ভিত্তিতে এই তথ্য পেয়েছে।

তাদের মতে, গত বছর রাজশাহীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৭ জন নারী এবং ৭ জন শিশু। আরও দুই নারী ও এক শিশুকে হত্যার চেষ্টা করা হয়েছে। আত্মহত্যা করেছেন ২৫ নারী ও ২০ শিশু। এছাড়া ২৩ নারী ও ২৩ শিশু আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন গেল বছর।

২০১৮ সালে জেলায় ২৫ জন শিশু ও ৮ জন নারী ধর্ষণ, ২ শিশু ও তিন নারী গণধর্ষণের শিকার হয়েছে এক বছরে। আর ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১০ শিশু ও তিন নারী। ধর্ষণের পর হত্যাকান্ডের শিকার হয়েছে আরেক শিশু। সংস্থা দুটি আরো জানায়, গত বছর ৫৮ নারী ও ২৮ শিশু নির্যাতন এবং তিন নারী ও এক শিশু পর্নোগ্রাফির শিকার হয়েছেন। এছাড়া ২ নারী এবং এক শিশু অপহরণ হয়েছে। এক বছরে ৪০ শিশু ও ২৮ নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৩ শিশু ও ২ নারী। সহিংসতায় আহত হয়েছেন ২৫ শিশু ও ১৪ নারী।

ঢাকা টাইমস/০২জানুয়ারি/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :