জাপা সরকারে না বিরোধী দলে থাকবে, সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, সে বিষয়ে কাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে। এ নিয়ে তারা মহাজোটের সঙ্গেও আলোচনা করবেন।

আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

এ বৈঠকে দলের কো–চেয়ারম্যান জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন, সালমা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে রওশন এরশাদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন না।

ঢাকা টাইমস/০২ জানুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :