সৈয়দপুরে প্রাইভেটকারে মিলল বিপুল ফেনসিডিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

নীলফামারীর সৈয়দপুরে একটি প্রাইভেটকারে ১ হাজার ৩৮৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

বুধবার বেলা ১২টায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শাইল্যার মোড় থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কারটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটিতে বস্তায় মোড়ানো অবস্থায় ফেনসিডিলগুলো পাওয়া যায়।

এসময় গাড়ির চালক বিপ্লব পালিয়ে গেলেও পুলিশ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সোহানুর রহমানকে (২৫) আটক করা হয়।

জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট ডাক্তারপাড়ার মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান দীর্ঘদিন ধরে মাদক কারবারি চালিয়ে আসছিল।

আজ সকালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি থেকে ওই ফেনসিডিল নিয়ে পার্বতীপুর হয়ে সৈয়দপুরে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, আটক সোহানুরের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা টাইমস/০২জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :