নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে প্রভাবশালীর কারাদণ্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:২৪

বগুড়ার নন্দীগ্রামে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নজরুল ইসলাম নামে এক প্রভাবশারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নজরুল ইসলাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ উত্তর পাড়া গ্রামের গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

বুধবার বেলা ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন।

সরিষাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন নেছা বলেন, বুধবার সকালে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম স্কুল চলাকালে আমার কাছ থেকে স্কুলের ল্যাপটপ চান। কেন আমি তাকে ল্যাপটপ দেব এটা জানতে চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি আমার অফিসকক্ষে তালা দিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখেন।

শিক্ষক বলেন, নজরুল ইসলাম স্কুল ম্যাানেজিং কমিটি বা শিক্ষক নন, তাহলে কেন আমি তাকে স্কুলের ল্যাপটপ দেব? এজন্য দিইনি।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং সেখান থেকে প্রধান শিক্ষককে উদ্ধার ও নজরুল ইসলামকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেন।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :