গরু রক্ষায় ব্যস্ত যোগী, চালু ‘গো কল্যাণ কর’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ০৯:৩২

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মুসলিম নামের ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তন এবং গোরক্ষার নামের কোটি কোটি রুপি ব্যয় করতে ব্যস্ত সময় পার করছেন যোগী আদিত্যনাথ। গরু রক্ষার নামে অনেক মুসলিমকে হত্যা করা হলেও তার কোনো বিচারই এখন পর্যন্ত চোখে পড়েনি। এরই মধ্যে আবারো গোরু রক্ষায় হাজার কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছেন তিনি।

ঘরছাড়া গরুদের জন্য আশ্রয়স্থল নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এর জন্য গঠন করা হয়েছে গো-কল্যাণ কর। এগুলি তৈরি করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার জন্য ১০০ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। শুধু তাই নয়, গোরুদের খাবারে যাতে টান না পড়ে, সেজন্য তৃণভূমি থেকে জবরদখলকারীদের তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গেছে, এই আশ্রয়স্থলগুলির প্রতিটিতে গড়ে তোলা হবে ১০০০টি গরু রাখার মতো পরিকাঠামো। তবে শুধু তৈরিই নয়, এগুলি চালানোর জন্যও পথ বের করেছেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। এর জন্য ২ শতাংশ গো-কল্যাণ কর ধার্য করা হবে। বিভিন্ন লাভজনক সংস্থার আয়ের উপর এই কর ধার্য করা হবে। সেইসঙ্গে প্রাণীসম্পদ দপ্তরের সহায়তায় ধীরে ধীরে স্বাবলম্বী হবে এই আশ্রয়স্থলগুলি।

কিছুদিন আগেই রাজ্যের মুখ্যসচিবকে যোগী নির্দেশ দিয়েছিলেন, আশ্রয়হীন গোরুদের জন্য কী করা যেতে পারে সে বিষয়ে পরিকল্পনা করে রিপোর্ট দিতে। তারপরেই গো আশ্রয়স্থল ও করের বিষয়ে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী যোগী।

ঢাকা টাইমস/০৩জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :