ম্যানইউর জয়ে সুলশারের রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১১:১৪

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন দলটির ভারপ্রাপ্ত ম্যানেজার উলে গুনার সুলশার। ইউনাইটেডের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে প্রথম চার ম্যাচে জয় পেলেন সুলশার। ১৯৪৬ সালে প্রথবার এই কীর্তি গড়েছিলেন ম্যাট বাসবি।

গত ডিসেম্বরের শেষের দিকে হোসে মরিনহোকে সরিয়ে সাবেক খেলোয়াড় সুলশারকে কোচ বানায় ম্যানইউ। তার অধীনে প্রথম ম্যাচেই কার্ডিফের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় রেড ডেভিলরা। এরপর ঘরের মাঠে হাডার্সফিল্ড আর বোর্নমাউথকেও উড়িয়ে দেয় ইউনাইটেড। এবার তাদের শিকার নিউক্যাসল। তাতে ২০১৮ সালের এপ্রিলের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয় দেখল রেকর্ড চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যানইউর জয়ের নায়ক রুমেলু লুকাকু আর মার্কোস রাশফোর্ড। সেন্ট জেমস পার্কে গোলশূণ্য প্রথমার্ধের পর ৬৪ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন বেলজিক স্ট্রাইকার লুকাকু। অ্যান্থনি মার্সিয়ালের বদলি নামার ৩৪ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এ নিয়ে টানা দুই ম্যাচে জালে দিশা পেলেন লুকাকু।

নির্ধারিত সময়ের দশ মিনিট বাকি থাকতে ম্যানইউর জয় নিশ্চিত করেন রাশফোর্ড। তার গোলটিতে অবদান রেখে প্রত্যাবর্তন রাঙালেন আলেক্সিস সানচেজ। চোটের কারণে দীর্ঘ এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

এই জয়েও পয়েন্ট টেবিলের ৬ নম্বরেই থাকছে ম্যানইউ। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলে ব্যবধানটা আরও বাড়িয়ে নেবে অলরেডরা।

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। এ নিয়ে স্টামফোর্ড ব্রিজে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই গোল করতে ব্যর্থ হল ব্লুজরা। এই ড্রয় শিরোপা রেসে পিছিয়ে দিয়েছে চেলসিকে। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা।

(ঢাকাটাইমস/৩ জানুয়ারী/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :