সাত ক্যামেরায় এ মাসেই আসছে নকিয়া নাইন

টেক টাইমস ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৩৩

এই প্রথম বাজারে আসছে সাত ক্যামেরার ফোন। এই ফোনটি বাজারে আনছে নকিয়া। মডেল নকিয়া নাইন পিওরভিউ। এই মাসেই ফোনটি অনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার কথা রয়েছে।

ইতিমধ্যে প্রযুক্তিবিষয়ক খবর প্রচারকারী ওয়েবসাইটের একাধিক প্রতিবেদনে এই ফোনের পেছনে বৃত্তাকারে পাঁচটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ দেখা গিয়েছে। পেছনে পাঁচটি ক্যামেরার সঙ্গে এই ফোনের সামনে থাকছে আরও দুটি ক্যামেরা।

নকিয়া নাইন পিওরভিউ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। তবে সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট অবমুক্ত করেছে কোয়ালকম। নতুন নকিয়া ফোনে লেটেস্ট চিপসেট ব্যবহার হতে পারে।

গত কয়েক বছর কোম্পানির প্রায় সব স্মার্টফোন অ্যানড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে অবমুক্ত হয়েছিল। এর ফলে নকিয়া ফোনের অ্যানড্রয়েড ডেভেলপমেন্টের দায়িত্বে আছে গুগল। তাই এই ফোনগুলোতে জলদি আপডেট পৌঁছে যায়।

সম্প্রতি প্রকাশিত ছবিতে নকিয়া নাইন পিওরভিউ ফোনের পেছনে ‘অ্যানড্রয়েড ওয়ান’ লেখা দেখা গেছে। অর্থাৎ এই ফোনের অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট করবে গুগল। চলবে স্টক অ্যানড্রয়েড।

এই ফোনে থাকতে পারে কোম্পানির এইচডিআর১০ ডিসপ্লে। সঙ্গে থাকতে পারে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :