টিপস

গুগল অ্যাসিস্ট্যান্টে একাধিক কাজ করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৪০

২০১৮ সালের জুন মাসে চালু হয়েছিল ‘গুগল রুটিনস’। এই ফিচারের মাধ্যমে একটি ভয়েস কমান্ড ব্যবহার করে একাধিক কাজ একবারে করা যায়। স্মার্টফোনে অ্যালার্ম সেট করা ছাড়াও সার্ভিস ব্যবহার করে একাধিক কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়াও একাধিক টাস্ক লিঙ্ক করে একসঙ্গে পরপর কাজ করা যায় স্মার্টফোনে। ফোনের ক্লক অ্যাপ থেকে গুগল রুটিন সেট করার পদ্ধতি জেনে নিন।

স্টেপ ১: অ্যালার্ম সেট করার সময় ‘গুগল অ্যাসিস্ট্যান্ট রুটিন’ সিলেক্ট করুন। একটি পেজ ওপেন হবে যেখানে আপনি অ্যালার্ম বন্ধ করার সময় যে কাজ করতে চান সেটি সিলেক্ট করা যাবে।

স্টেপ ২: সেখানে আপনি মিডিয়া ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। এ ছাড়াও দিনের আবহাওয়া, অফিস যাওয়ার পথে রাস্তার খবর, দিনের ক্যালেন্ডার এন্ট্রি, রিমাইন্ডার সম্পর্কে জানতে পারবেন।

স্টেপ ৩: সিলেক্ট করার পরে কোন ক্রমে এই তথ্যগুলো দেখানো হবে, তা সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৪: এরপর খবর, পডকাস্ট বা অডিওবুক শোনার মতো টাস্ক সিলেক্ট করতে পারবেন।

স্টেপ ৫: খবর শোনার সময় ঠিক কোন সংস্থার খবর শুনতে চান তাও সিলেক্ট করা যাবে।

স্টেপ ৬: শেষ হলে ডান দিকে উপরে ‘টিক মার্ক’ আইকনে ট্যাপ করুন। সেখানে আপনি লক স্ক্রিনে অ্যাসিস্ট্যান্টের নোটিফিকেশন দেখতে চান কিনা জানতে চাওয়া হবে। চাইলে ‘অ্যাপ্রুভ’ করে দিন।

স্টেপ ৭: এবার অ্যালার্মের নিচে গুগল রুটিন আইকন দেখতে পাবেন। নোটিফিকেশন সরাতে ‘মাইনাস’ আইকনটি সিলেক্ট করুন।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :