ফরিদপুরে চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের স্মরণসভা ও চিত্র প্রদর্শনী

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৯, ১৬:০৭

‘চলচ্চিত্র নির্মাণের মহানায়ক মৃণাল সেনের প্রয়াণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক স্মরণসভা এবং তার জীবন ও কর্মভিত্তিক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের সমকাল সুহৃদ মিলনায়তনে এই আয়োজন করে মৃণাল সেন চর্চা কেন্দ্র।

মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে ফরিদপুর শহরের ঝিলটুলীর পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর সকালে কলকাতার ভবানীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন ৯৫ বছর বয়সী এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ক্যামেরার কবি নাসির আলী মামুন। বক্তব্য দেন প্রফেসর আলতাফ হোসেন, মফিজ ইমাম মিলন, রমেন্দ্র নাথ রায় কর্মকার, হাসানউজ্জামান, মাকসুদা খানম মুক্তা ও রেজাউল করিম।

বক্তারা ফরিদপুরে জন্ম নেয়া ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করা জেলার এই কৃতী সন্তানের সুদীর্ঘ কর্মময় জীবন তুলে ধরেন।

স্মরণ সভাস্থলের প্রদর্শনীতে মৃণাল সেনের দুর্লভ চিত্র স্থান পায়।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :