বাইকের সিট কভারে ৫৫ বোতল ফেনসিডিল

বেনাপোল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০১৯, ২০:০৮

যশোরের বেনাপোলে মোটরসাইকেলের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।

শুক্রবার বিকালে পুটখালি সীমান্ত এলাকা থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, ফেনসিডিল পাচারের খবর পেয়ে পুটখালী বিওপি বিজিবির একটি টহলদল মহিষাডাঙ্গা বাজারের কাছে একটি মোটরসাইকেল ধাওয়া করে। টহলদলের ধাওয়া খেয়ে পাচারকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি জব্দ করে তার সিট কভারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :