‘হীরার টুকরো’ মাশরাফিকে মন্ত্রী চায় নড়াইলবাসী

নড়াইল প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬ | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৩

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে মন্ত্রী হিসেবে পেতে চায় নড়াইলবাসী।

এ দাবিতে শনিবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এক মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, নারীনেত্রী আঞ্জুমান আরা প্রমুখ।

গত ২০ ডিসেম্বর ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফির পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি তিনি বলেন, ‘মাশরাফি হীরার টুকরো, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। আপনারা মাশরাফিকে ভোট দেবেন।’

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর ওই উক্তি উল্লেখ করে বলেন, ‘নড়াইলবাসীর এখন একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরার টুকরো মাশরাফিকে মন্ত্রীসভায় স্থান দেবেন।’

মানবন্ধনে সাংস্কৃতিক জোটের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ব্যাবসায়ী, খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :