এবিএস ভার্সনে আসছে পালসার ১৫০

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৯, ১১:০৬
অ্যান্টি-লক বেকিং সিস্টেম বা এবিএস ভার্সনে আসছে বাজাজ পালসার ১৫০। নতুন ভার্সনের পালসারের সামনের চাকায় থাকছে ১৭ ইঞ্চির অ্যালয় হুহইল। এতে ‘আলওয়েজ অন হেডল্যাম্প’ ব্যবহার করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের সামনে রয়েছে ৩৭ মিলিমিটার ফর্ক এবং পেছনের চাকায় থাকছে নাইট্রক্স শক অ্যাবজর্বার। নতুন পালাসারে থাকবে ১৪৯.৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন।
সম্প্রতি ভারতে বেশ কিছু অটো ব্লগে নতুন পালসারের স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা গেছে, নতুন পালসারের কাঠামোগত পরিবর্তন হয়নি। তবে এতে এবিএস এবং রিয়ার ডিস্ক ব্রেক সংযোজিত হয়েছে। এই মোটরসাইকেলে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে।
এবিএস ছাড়া নতুন পালসারে তেমন কেনো পরিবর্তন হয়নি। বিশেষ করে ইঞ্জিন আগের মতোই থাকছে। ১৪৯.৫ সিসির এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি এবং ১৩.৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।
(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা