মামলা করে নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:৪০

কুমিল্লার মুরাদনগরে হাবিব নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গৃহবধূ পারুল আক্তার এবং হাবিবের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে রবিবার সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়।

রবিবার দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবিবের স্ত্রী অভিযোগ করেন, পাশের বাড়ির প্রবাসী ওয়াজেদ মিয়ার স্ত্রী রাদিফা আক্তারের সঙ্গে তার স্বামী হাবিবের সম্পর্ক গড়ে ওঠে। সে ঘটনাকে কেন্দ্র করে হারুন আর রশিদ, জাহাঙ্গীর আলম, বাহাউদ্দিন, মতিউর রহমানসহ স্থানীয় কিছু লোক হাবিবের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন এবং রাদিফার সঙ্গে সম্পর্ক রাখলে হাবিবকে হত্যার হুমকি দেন। সেই ভয়ে হাবিব বাড়ি ছেড়ে চলে যান। গত বছরের ১৪ নভেম্বর হাবিব রাতে বাড়ি এলে অভিযুক্তরা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। সেই রাতে আর বাড়ি ফিরেননি হাবিব। পরদিন সকালে অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ির পুকুরপাড়ে হাবিবের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সে সময় পুরুষ ও মহিলার পায়ের দুই জোড়া জুতাও সেখানে পাওয়া যায়।

পারুল বলেন, ‘এ ঘটনায় আমি আদালতে মামলা করলে আমাকে ও হাবিবের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এখন আমি পলাতক রয়েছি। আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই।’

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত মামলার অগ্রগতি হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাদীপক্ষকে কেউ হুমকি-ধমকি দিয়ে থাকলে তাদের থানায় আসতে বলেন। আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।’

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :