গেইলের না খেলার কারণ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ১২:১৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯, ১২:২০

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় পা রাখতে বিলম্ব হওয়ায় প্রথম ম্যাচে ক্রিস গেইলকে ছাড়াই খেলতে হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। দ্বিতীয় ম্যাচে তাকে নিয়ে রংপুরে একাদশ চিন্তা করে রেখেছিল সবাই। সময় মতো দলের সঙ্গে মাঠেও আসেন গেইল। কিন্তু না, মাশরাফিদের জয়ে ফেরার দিনেও খেলানো হয়নি এই ক্যারিবীয় তারকাকে।
ম্যাচ শেষে কারণ হিসেবে জানা গেল, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় খেলতে পারেননি ক্রিস গেইল। এই প্রসঙ্গে রংপুর রাইডার্সের কর্মকতা আহসানুর রহমান মল্লিক জানান,‘গেইল এনওসির জন্য ওয়েস্ট ইন্ডিজের বোর্ডে আবেদন করেছিল বৃহস্পতিবার। শনি, রোববার ওদের ওখানে ছুটি। তাই এখনও হাতে এসে পৌঁছায়নি এনওসি। আমাদের খেলার সময় ওদের মধ্যরাত। তাই পাঠাতে পারেনি। ফোনে কথা হয়েছে। সোমবারের মধ্যে চলে আসবে।’
অবশ্য সোমবারের অপেক্ষা করতে হয়নি। জানা যায়, খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচ চলাকালীনই অনাপত্তিপত্র পেয়ে গেছেন গেইল। তাই মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে আর বাঁধা নেই এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের।
(ঢাকাটাইমস/৭ জানুয়ারি/এইচএ)