লক্ষীপুরে রানারের নতুন সার্ভিস সেন্টার

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫০ | আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রানার মোটরস লিমিটেডের গ্রাহকসেবা বাড়ানোর জন্য লক্ষীপুরে নতুন সার্ভিস সেন্টার চালু করেছে। শহরের বাস টার্মিনাল সংলগ্ন আল-আমিন মটরস রানারে অনুমোদিত সার্ভিস সেন্টার।

সম্প্রতি এই  সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন রানার মোটরস লিমিটেডের সেবা বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম সিদ্দিকী। এসময় আল-আমিন মটরসের কর্ণধার  মো. মহিনউদ্দিন, রানার মোটরসের সার্ভিস মার্কেটিং বিভাগের উপ-ব্যবস্থাপক তৌসিফ-উন-নবী, পার্টস বিক্রয় বিভাগের উপ-ব্যবস্থাপক সুমন শিকদার উপস্থিত
ছিলেন।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এজেড)