হলিউডে কমেছে নারী নির্মাতা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:২২

সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির ‘সেন্টার ফর স্টাডি অব উইমেন ইন টেলিভিশন অ্যান্ড ফিল্ম’-এর সম্প্রতি প্রকাশিত এক গবেষণার জরিপে দেখা গেছে, গেল বছরে হলিউডের শীর্ষস্থানীয় চলচ্চিত্রগুলোর মধ্যে মাত্র ৮ শতাংশ নারী পরিচালক ছিল। তার আগের বছর ছিল ১১ শতাংশ।

একটি বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক মার্থা লাউজেন বলেন, ‘অনেক শিল্প পর্যবেক্ষক চলচ্চিত্র শিল্পের গভীর ইতিবাচক স্থানান্তরের কথা বলেছিলেন। কিন্তু গবেষণায় মূলধারার চলচ্চিত্র শিল্পে এ রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮ সালে উল্লেখযোগ্য সিনেমাগুলোর নারী পরিচালক মাত্র ৮ শতাংশ। যা ১৯৯৮ সালের তুলনায় ৯ শতাংশ কম।’

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে হলিউডে যৌন হয়রানির অভিযোগগুলো জনসাধারণের কাছে অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠেছিল।’

লাউজেন আরও বলেন, ‘এই অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে কয়েকজন ব্যক্তি বা কোনো একক স্টুডিও নয়। এই ইন্ডাস্ট্রির প্রধান কর্ণধাররা, প্রতিভা সংস্থা, গিল্ড এবং সমিতির সম্মিলিত প্রচেষ্টায় আমরা অর্থপূর্ণ একটি বড় পরিবর্তন দেখতে পারব।’

২০১৮ সালে নারী পরিচালকদের নির্মিত সিনেমাগুলোর মধ্যে ছিল আভা ডুভেনের ‘এ রিংকল ইন টাইম’ এবং মারলি হিলারের ‘ক্যান ইউ এভার ফরগিভ মি?’

ঢাকা টাইমস/৭ জানুয়ারি/আরআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :