গাইবান্ধা-২: এক্যফ্রন্ট প্রার্থী রশীদ আবার জাপায়

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:১১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী আব্দুর রশীদ সরকার আবার জাতীয় পার্টিতে ফেরার ঘোষণা দিলেন। সোমবার সন্ধ্যায় তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রশীদ সরকার বলেন, ‘তিনি এখনও জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে অভিমানে বিএনপি থেকে নির্বাচন করি। এতে বিএনপির মনোনয়নবঞ্চিতরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা এক পর্যায় নিজেদের দলীয় অফিসে আগুন দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের উপর দায় চাপানোর চেষ্টা করে।’

তিনি বলেন, ‘স্থানীয় বিএনপি নিজেদের মধ্যে দলাদলি, প্রতিহিংসাসহ নানা কারণে দলটি তাদের ইমজে হারিয়ে ফেলেছে। নির্বাচনে তিনি যে ৬৮ হাজার ৬৭০ ভোট পেয়েছেন, তা তার নিজের ব্যক্তিগত ইমেজ ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ।’

আব্দুর রশীদ সরকার বলেন, ‘এসব কারণে বিএনপির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে আগের মতোই আমি জেলায় জাতীয় পার্টির কার্যক্রম চালাব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফুল, সদস্য নূর মোহাম্মদ ঠান্ডা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জেলা কৃষক পার্টির সভাপতি এস.এম বাবলু প্রমুখ।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :