স্বপন ভট্টাচার্য্য প্রতিমন্ত্রী হওয়ায় মসজিদ-মাদরাসায় দোয়া

যশোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:২৭

যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলআরজিডি) প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে মনিরামপুর। গ্রাম-গঞ্জে মিষ্টি বিতরণ হয়েছে।

সোমবার মনিরামপুরের বিভিন্ন মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের অগ্রগতি-সমৃদ্ধি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নতুন প্রতিমন্ত্রীর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

লাউড়ী রামনগর কামিল তকোত্তর মাদরাসায় দোয়া হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ অংশ নেন।

এদিকে স্বপন ভট্টাচার্য্য’র প্রতিমন্ত্রী হওয়ার খবরে উপজেলার নেহালপুর, চালুয়াহাটি, চিনাটোলা, ঢাকুরিয়াসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠন আনন্দ মিছিল বের করে।

নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের আনন্দ ও শুভেচ্ছা জ্ঞাপনের প্রতিক্রিয়ায় স্বপন ভট্টাচার্য্য বলেন, শপথ গ্রহণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব নিচ্ছি। এ দায়িত্ব সততা ও কার্যক্ষমতার মাধ্যমে সঠিকভাবে পালনে দেশের প্রতিটি নাগরিকসহ উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :