দূষণ ঠেকাবে স্মার্ট মাস্ক

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ১০:০২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

স্মার্ট মাস্ক এনেছে চীনের রাইজিং স্টার শাওমি। এই মাস্ক পরলে বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। 

মাস্কের চার স্তর ফিল্টারেশন সিস্টেম বাতাসের ৯৯ শতাংশ পিএম টু.৪ কণাকে দূরে রাখবে।

মাস্কটির নাম দিয়েছে শাওমি মি মি এয়ারপপ পিএম টু পয়েন্ট ফাইভ।

অ্যান্টি পলিউশন মাস্কটি মি ডটকমে বিক্রি হচ্ছে। দাম একদমই হাতের নাগালে। ভারতে এটি বিক্রি হচ্ছে ২৪৯ রুপিতে। 

শাওমি দাবি করছে, তাদের উদ্ভাবিত স্মার্ট মাস্ক ব্যবহারে দূষণমুক্ত থাকা যাবে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এজেড)