সাতক্ষীরায় শিশু ধর্ষণ ও হত্যায় ফাঁসির দাবি

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকাটাইমস

সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতক জয়দেব সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আশাশুনি সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। আরও বক্তব্য দেন আশাশুনি ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আশাশুনি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, রাজু আহম্মেদ পিয়াল প্রমুখ।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
গত রবিবার রাতে আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পুকুরে ফেলে হত্যা করেন জয়দেব সরকার। তিনি আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের নির্মল সরকারের ছেলে ও বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র।