বিপিএলে দ্বিতীয় বড় জয় ঢাকার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬

সাকিব আল হাসান ও সুনিল নারিনের ঘূর্ণি জাদুতে বিশাল জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মঙ্গলবার খুলনাকে ১০৫ রানে হারিয়েছে ঢাকা। বিপিএলের ইতিহাসে রানের দিক থেকে এটি দ্বিতীয় বড় জয়। এর আগে ২০১৩ সালের আসরে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৯ রানে জিতেছিল চিটাগং কিংস। এবারের আসরে ঢাকার এটি টানা দ্বিতীয় জয়। এর আগে রাজশাহী কিংসকে ৮৩ রানে হারিয়েছিল তারা। অন্যদিকে, খুলনার এটি টানা দ্বিতীয় হার। এর আগে তারা রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে হেরেছিল।

মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেওয়া ১৯৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৮৭ রানে অলআউট হয় খুলনা টাইটান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জুনায়েদ সিদ্দিক। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান তিন ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। তিন ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন সুনিল নারিন। এ ছাড়া শুভাগত হোম ১টি ও মোহর শেখ ১টি করে উইকেট শিকার করেন।

খুলনা টাইটান্স ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায়। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলাম। কিন্তু তারা বেশি দূর যেতে পারেননি। দলীয় ৩৪ রানে ফিরে যান জহুরুল ইসলাম। তারপর একের পর এক উইকেট হারাতে থাকে খুলনা। ইনিংসের ১৩তম ওভারে তারা তিনটি উইকেট হারায়। সব মিলিয়ে তারা ৮৭ রান করতে সক্ষম হয়।

এর আগে ঢাকা ডায়নামাইটস টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার হযরতউল্লাহ জাজাই ৩৬ বলে ৫৭ রান করেন। ১৮ বলে ২৮ রান করেন রনি তালুকদার। ১৬ বলে ২৭ রান করেন কাইরন পোলার্ড। খুলনা টাইটান্সের বিপক্ষে আলী খান ১টি, ডেভিড ওয়াইজ ২টি, মাহমুদউল্লাহ রিয়াদ ১টি ও পল স্টার্লিং ২টি উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে ঢাকার শুরুটা ছিল উড়ন্ত। সুনিল নারিনকে নিয়ে মাত্র ৫.১ ওভারেই ৬৭ রান তুলে ফেলেন হযরতউল্লাহ জাজাই। শরিফুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারে তার ক্যাচ ছাড়েন ডেভিড ওয়াইজ। জীবন পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন জাজাই। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। পঞ্চম ওভারে আবার বল করতে আসেন শরিফুল। ওই ওভারে তিন ছক্কা আর দুটি চার মেরে জাজাই তুলে নেন ২৭ রান! পরের ওভারে ওয়াইজ এসে ফেরান নারিনকে। ১৪ বলে ১৯ রান করেন তিনি। পাওয়ার-প্লে শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭২ রান!

পাওয়ার-প্লের পরও রানের গতি সচল থাকে ঢাকার। দুই নম্বরে এসে ব্যাট করতে নামা রনি তালুকদারও জাজাইয়ের সঙ্গে তাল মিলিয়ে মারতে শুরু করেন। তাদের জুটিতে ১০০ পার করে ডায়নামাইটস। মাহমুদউল্লাহকে বিশাল ছক্কা হাঁকিয়ে ২৬ বলে ফিফটি পূর্ণ করেন আফগান তারকা জাজাই। তবে রনি ইনিংসটা বড় করতে পারেননি। ১৮ বলে ২৮ করার পর দলীয় ১১০ রানে মাহমুদউল্লাহর শিকার হয়ে ফেরেন তিনি।

রনি আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। মোড় ঘুরিয়ে দেন অকেশনাল বোলার পল স্টার্লিং। ১২তম ওভারে এসে পরপর দুই বলে তিনি তুলে নেন বিধ্বংসী জাজাই (৩৬ বলে ৫৭) আর ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানকে। টানা দুই ম্যাচে ব্যর্থ তিনি। রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ২ রান। এবার গোল্ডেন ডাক। দ্রুত কয়েকটি উইকেট হারানো ঢাকার রান তোলার গতি কিছুটা কমে যায়। উইকেটে এসে দেখেশুনে দুটি ওভার পার করেন দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড আর আন্দ্রে রাসেল। এরপর হাত খুলে মারতে থাকেন তারা। সব মিলিয়ে দারুণ সংগ্রহ দাঁড় করায় ঢাকা। হাফসেঞ্চুরি করায় ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পান হযরতউল্লাহ জাজাই।

(ঢাকাটাইমস/৮ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :