উইকেট ব্যাটিং উপযোগী ছিল: জাজাই

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএল খেলতে এসে শুরুতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন আফগানিস্তানের ২০ বছর বয়সী ওপেনার হযরতউল্লাহ জাজাই। ঢাকা ডায়নামাইটসের হয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুইটিতেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৪১ বলে ৭৮ রান করেছিলেন জাজাই। মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে ৩৬ বলে তিনি করেন ৫৭ রান। দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে তার দল। দুই ম্যাচেই ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন জাজাই।

মঙ্গলবার মিরপুরে ম্যাচ শেষে হযরতউল্লাহ জাজাই বলেন, ‘আজকের (গতকাল) দিনটি ভিন্ন ছিল। উইকেট ছিল ব্যাটিং উপযোগী। তবে কিছুটা কঠিন ছিল। কিন্তু আমি মানিয়ে নিয়েছি। আমি নিজের মতো খেলার চেষ্টা করি। এটিই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’

জাজাই বলেন, ‘আমি মোটেও ভাবতে পারিনি যে প্রথম ম্যাচেই একাদশে জায়গা পাব। যখন কোচ আমাকে বলেছিল যে, তুমি প্রথম ম্যাচে খেলবে তখন আমি রোমাঞ্চিত হয়েছিলাম। দলে বেল, পোলার্ড, নারিন, রাসেলের মতো অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এর মধ্যেও যখন আমি খেলার কথা শুনেছিলাম তখন খুব খুশি হয়েছিলাম। আফগানিস্তান যখন ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল তখন আমি দেশের হয়ে খেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম।’

জাজাই গত নভেম্বর-ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন। তার ঝোড়ো ব্যাটিং সবার নজর কেড়েছে। তিনি আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত দুইটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

(ঢাকাটাইমস/৮ জানুয়ারি/এসইউএল)