রংপুরের জয়ের ম্যাচে ব্যর্থ গেইল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। স্টিভেন স্মিথের দল কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়েছে তারা। তবে এই ম্যাচে ভালো করতে পারেননি রংপুরের ওপেনার ক্রিস গেইল। পাঁচ বল খেলে মাত্র এক রান করেন তিনি। আবু হায়দার রনির বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ হন গেইল।

তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে তারা চিটাগং ভাইকিংসের বিপক্ষে তিন উইকেটে হেরেছিল। এরপর খুলনা টাইটান্সের বিপক্ষে তারা আট রানে জয় পায়। রংপুরের প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না গেইল। মঙ্গলবার প্রথমবারের মতো একাদশে সুযোগ পান তিনি। বিপিএলে গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন গেইল।

অন্যদিকে, দুই ম্যাচ খেলে একটি জয় পেয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে চার উইকেটে জয় পেলেও মঙ্গলবার রংপুরের কাছে হেরে গেছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ৬৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। ওপেনার ক্রিস গেইল ব্যর্থ হলেও অপর ওপেনার মেহেদী মারুফ ৩৬ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডাউনে নেমে ২০ রান করে অপরাজিত থাকেন রিলি রুশো। কুমিল্লার পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন আবু হায়দার রনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ৬৩ রানে অলআউট হয় কুমিল্লা। বিপিএলের ইতিহাসে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর। কুমিল্লার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন শহীদ আফ্রিদি। রংপুরের বোলারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা চার ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। তিনি একটি ওভার মেডেন করেন। তার বোলিং ইকোনমি রেট ২.৭৫।

কুমিল্লার প্রথম চার ব্যাটসম্যান তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস ও স্টিভেন স্মিথকে সাজঘরে ফেরান মাশরাফি। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যেকোনো ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এটি মাশরাফির ক্যারিয়ার-সেরা বোলিং। টি-টোয়েন্টিতে এর আগে মাশরাফির সেরা বোলিং ফিগার ছিল ৪/১৯।

অন্যদের মধ্যে স্পিনার নাজমুল ইসলাম অপু ৩.২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন। তিনিও একটি ওভার মেডেন করেন। দুই ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন পেসার শফিউল ইসলাম। দুই ওভারের মধ্যে একটি ওভারে তিনি কোনো রান দেননি। দুই ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন ফরহাদ রেজা। দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মাশরাফি বিন মর্তুজা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯ উইকেটে জয়ী রংপুর রাইডার্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ৬৩ (১৬.২ ওভার)

(তামিম ৪, লুইস ৮, ইমরুল ২, স্মিথ ০, শোয়েব মালিক ০, বিজয় ২, আফ্রিদি ২৫, সাইফউদ্দিন ৭, মেহেদী ৬, আবু হায়দার ৫, মোহাম্মদ শহীদ ০*; মাশরাফি ৪/১১, সোহাগ ০/৭, শফিউল ২/৮, অপু ৩/২০, ফরহাদ রেজা ১/১১, বেনি হাওয়েল ০/৬)।

রংপুর রাইডার্স ইনিংস: ৬৭/১* (১২ ওভার)

(গেইল ১, মেহেদী মারুফ ৩৬*, রিলি রুশো ২০*; আবু হায়দার ১/১১, মেহেদী হাসান ০/২২, মোহাম্মদ শহীদ ০/১০, শহীদ আফ্রিদি ০/১৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৩, স্টিভেন স্মিথ ০/৪)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স)।

(ঢাকাটাইমস/৮ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :