গফরগাঁওয়ে কলেজছাত্রকে ‘পুলিশের মারধর’, প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:২৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে সারোয়ার জাহান ইপেল নামে এক কলেজছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে উপ-পরিদর্শক রুবেল হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ইপেল গফরগাঁও সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদে ওই পলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ওই কলেজের শিক্ষার্থীরা। গফরগাঁও বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর ছুটে আসেন গফরগাঁও।

আহত কলেজ ছাত্র ইপেল অভিযোগ করেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে কলেজে যাওয়ার সময় তার মোটরসাইকেল আটকিয়ে কাগজ দেখাতে বলেন পুলিশ কর্মকর্তা রুবেল হোসেন। সে সময় কাগজপত্র বাসায় রয়েছে বলে জানাই। ওই সময় পুলিশ কর্মকর্তা উত্তেজিত হয়ে বলেন- ‘গোন্ডামি করিস’। তারপরেই পেটাতে শুরু করেন। পরে টেনে হিঁচড়ে আমাকে থানায় নিয়ে যান। ’

তবে উপ-পরিদর্শক রুবেল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেন। বলেন, ‘থানার সামনে দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে থামতে বলা হয়। তখন সে আরো গতি বাড়িয়ে চলে যেতে থাকলে গতিরোধ করে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখলে চাইলে উল্টো অসদাচারণ করে।’

সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখার সময়ও গফরগাঁও বাজারের সকল ব্যবসাপ্রতিষ্ঠান এবং যান চলাচল বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :