চলচ্চিত্রে নতুন মুখ নিশাত

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪১

পুরো নাম নিশাত নাওয়ার সালওয়া। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী। গত বছর নাম লিখিয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায়। সারা দেশ থেকে অংশ নেওয়া হাজারো সুন্দরীকে পেছনে ফেলে ধাপে ধাপে পৌছে গিয়েছিলেন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে।

শিরোপা জয়ের লড়াইয়েও বেশ এগিয়ে ছিলেন। কিন্তু শেষমেশ পেরে উঠেননি পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে। চ্যাম্পিয়ন হন তিনি। প্রথম রানারআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় নিশাতকে।

তবে এ জন্য কোনো আফসোস নেই দেশের অন্যতম সুন্দরীর। ঐশী চ্যাম্পিয়ন হওয়াতেও নাকি তিনি আনন্দ পেয়েছেন। যোগ্যতা থাকলে এই অবস্থা থেকেই সামনে এগিয়ে যাওয়া কোনো ব্যাপার নয় বলে তার ধারণা। সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানান নিশাত।

সঙ্গে জানান একটা সুখবরও। খুব শিগগির রূপালি পর্দায় দেখা যাবে তাকে। রাজু চৌধুরীর পরিচালনায় ‘রাজকন্যা’ নামে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।

নিশাততের কথায়, ‘খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হয়েছি। এছাড়া গায়ক ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। সেই সুযোগটাও এসে গেল হুট করে। গত সোমবার সন্ধ্যায় ছবির চিত্রনাট্য পড়েছি এবং প্রিরেকর্ড গানও শুনেছি। ভালো লেগেছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হয়েছি।’

অন্যদিকে নির্মাতা রাজু চৌধুরীর বক্তব্য, ‘আমার আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে উপস্থাপন করতে যাচ্ছি। সেই গল্পের জন্য এমন একটা মুখ খুঁজছিলাম, যার মধ্যে আভিজাত্যের ছাপ আছে। নিশাতের মধ্যে সেটা খুঁজে পেয়েছি।’

তবে নায়িকা ঠিক হলেও ছবির নায়ক এখনো ঠিক করেননি পরিচালক রাজু চৌধুরী। খুব শিগগির নায়কের নামও প্রকাশ করা হবে বলে তিনি জানান। এরপর শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে।

ঢাকা টাইমস/৯ জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :