পলক ‘ক্ষমাপ্রার্থী’

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৭ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

হেলমেট ছাড়া মোটরসাইকেলে উঠে ক্ষমা প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেছেন, এটি ব্যস্ততার কারণে হয়ে গেছে। ভবিষ্যতে আরো বেশি সচেতন থাকবেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পলক তার কাছে এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এরপর আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় ঢাকা টাইমসের পক্ষ থেকে।

পলক বলেন, ‘অজান্তে হয়ে গেছে। আমি আসলে দুঃখ প্রকাশ করেছি এ জন্য। আমি ক্ষমা প্রার্থী। এমন আর কখনো হবে না। আমি সচেতন থাকব।’

নতুন করে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথের পর দিন গত মঙ্গলবার এক পথচারীর বাইকে চড়ে অফিসে যান পলক। নিজেই যে ছবি পোস্ট করেন ফেসবুকে। তবে মাথায় হেলমেট না থাকায় পড়েন সমালোচনার মুখে।

গত আগস্টে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর সারাদেশেই বাইক আরোহীদের হেলমেট পরার বিষয়ে কড়াকড়ি আরোপ হয়েছে। চালকদের পাশাপাশি আরোহীও হেলমেট না পরলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলছিলেন সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টি নিয়ে। এ সময় পলকের মাথায় হেলমেট না থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চান তার কাছে। জবাবে তিনি বলেন, ‘ওই প্রতিমন্ত্রী সড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যাত্রী হওয়ার ঘটনায় আমার কাছে ভুল স্বীকার করেছেন। তাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। পরে তিনি এ ঘটনায় ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আমাকে কথা দিয়েছেন।’

পলক ঢাকা টাইমসকে বলেন, ‘নিরাপত্তার জন্য সবার মোটর সাইকেলে হেলমেট পরা উচিত। আমিও হেলমেট পরি। সেদিন ঘটনাটি আকস্মিক ঘটে গেছে।’

এর আগেও ঢাকায় অ্যাপভিত্তিক মোটর সাইকেল সেবা পাঠাওয়ে চড়ে অফিসে গেছেন আইসিটি প্রতিমন্ত্রী। তখন তিনি হেলমেট পরেছেন।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :