ভারতে পাচারকালে বেনাপোলে পাচারকারীসহ আটক ৪

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ১৬:০৭

বেনাপোল প্রতিবেদক, ঢাকা টাইমস

ভুয়া সিএন্ডএফ পরিচয়পত্র তৈরি করে ভারতে পাচারের সময় বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে পাচারকারীসহ চার বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি।

আটক চারজন হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার মহিষমারী গ্রামের নূরু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৫২), একই এলাকার মুগারচর গ্রামের মুনসুর মিয়ার ছেলে সেনুমিয়া(৫০) ও সেকেন্দারের ছেলে নাসির উদ্দিন (৪৫) ও বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মূল পাচারকারী দিদারুল ইসলাম (২৩)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, সিএন্ডএফ এজেন্টের ভুয়া পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট ভিসাছাড়া বেশকিছু লোককে ভারতে পাচার করা হবে এমন গোপন  সংবাদ পেয়ে বিজিবি সদস্য চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এসময় বিল্লাল ট্রেড সেন্টারের তিনটি ভুয়া সিএন্ডএফ কার্ডসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা টাইমস/১০জানুয়ারি/প্রতিবেদক/ওআর