চাকরির প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা ‘আত্মসাৎ’

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১৭:১৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০১৯, ১৭:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ রাজধানী থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই একই চক্রের সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের একটি দল এদেরকে আটক করে ভাটারার নতুনবাজার এলাকা থেকে।

বুধবার বিকালে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে সিআইডির সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার  এনামুল কবির।

গ্রেপ্তার ১৩ জন হলেন: আশরাফুল ইসলাম, আল আমিন ম-ল ওরফে রতন, উজ্জ্বল হোসেন, শিমুল মোল্লা, জহিরুল ইসলাম ওরফে পাপ্পু মিয়া, আবদুল মমিন, শাহিন আলম, নূর আলম সিদ্দিকী, মাজেদুল ইসলাম, ইমরুল হাসান, মনিরুজ্জামান, রিংকু কুমার দাস এবং অভিজিৎ পাণ্ডে

 সিআইডি কর্মকর্তা এনামুল কবির জানান, ‘বারিধারা অ্যাক্সিলেন্ট ট্রেডমার্ক লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান খুলে গত দুই মাসে ১৩০ জনের কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে।

চাকরি পেতে একেকজন ৩০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত তুলে দিয়েছে বারিধারা অ্যাক্সিলেন্টের হাতে।

সিআইডি বলছে, চাকরি দেওয়া বা প্রশিক্ষণ দেওয়ার ও কোনো ক্ষমতা এই প্রতিষ্ঠানটির ছিল না। আর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে সিআইডির উপপরিদর্শক জাকির হোসেন ভাটারা থানায় প্রতারণার মামলা করেন। এই মামলায় এখন পুরোদমে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে চাকরির কথা বলে কেউ টাকা চাইলে পুলিশকে তথ্য জানানোর পরামর্শ দেওয়া হয়।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএ/ডব্লিউবি